★*★আমি ও একজন মহিলা★*★

লিখেছেন লিখেছেন মামুন ০৮ মে, ২০১৬, ০১:০১:৩৮ রাত

এক.

প্যাকেটটি একটু আগে গেট থেকে দিয়ে গেলো। মেয়েদের পাঠানো ভালোবাসা।

হ্যা! ভালোবাসা যখন অনুভবের বিষয় থাকে না, তখন সেটা দেখানোর ব্যাপার হয়ে দাঁড়ায়।

বৃদ্ধাশ্রমের আপাত নিরাপদ কক্ষে বসে ভাবছে শিহাব। জীবনের এই মোড়টিতে এসে ফেলে আসা পেছনের জীবন, ছানি পড়া ডান চোখের ঝাপসা জীবনের মত অস্পষ্ট.. অবোধ্য অনুভবে অসার অনুভূত হয়। যে চোখটি ওর নিজের নয়, সেটি দিয়েই সব কিছু দেখে আজকাল। আর দেখারই বা রয়েছে কি?

এই যে, দুই মেয়ে বিশেষ বিশেষ দিনে ভালোবাসা পাঠায়.. সাত সমুদ্র আর তের নদী পার হয়ে প্যাকেটবন্দী ভালোবাসা বাসি হয়ে কাছে আসে!

আদৌ আসে কী?

নাহ! কেবলি সামনে আসে।

সামনের আয়নায় নিজেকে দেখে শিহাব। যার যার জীবনে অভ্যস্ত মেয়েরা নিজেদের কাছের মানুষদের নিয়ে সুখী হতে চাইল। দেশের বাইরে তাদের আলাদা ভূবনে, ওদের মা চলে যাবার পর, কেন জানি শিহাব মানাতে চাইল না। একজন মহিলা আর একটি চোখ, আক্ষরিক অর্থেই শিহাবকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, সেই ছেলেবেলা থেকেই। তখন অবচেতন মনে.. এর আসল অনুভব হলো বিয়ের আরো অনেক পরে। সবকিছু মিলিয়ে বউটা একা রেখে যাবার পরে, মেয়েদের কাছে একজন বাবার বাবা থাকাটা ম্লান হতে দেখে। অনুভব করে। আর সেই পিছু তাড়া করা অনুভব তখন তীব্র হতেই, নিজের একসময়ের চাকরীর সুত্রে এই আশ্রমের সাথে ঝুলে থাকা লিংকের সুবিধাটুকু কাজে লাগিয়ে, নিজের জন্য আপাত নিরাপদ জায়গাটিতে ঠাই নিয়েছে। এদের গ্রুপে চাকরি করত একসময় শিহাব।

মেয়েদের পাঠানো গিফটের ওপর হাত বুলিয়ে বাবু দুটিকে অনুভব করতে থাকে এক বাবা! দৃষ্টি তার দেয়ালের আয়নায়.. সেখানে পরিচিত শিহাবের অপরিচিত এক চোখের ভেতরে তাকিয়ে থেকে এক বাবা পেছনে হারাতে থাকেন.. সময়ের এক একটি লেয়ার দ্রুত সব অনুভব সমেত ওর সামনে পলকের তরে থেমে সামনে আগায়! বাবা পিছায়.. বাবা থেকে স্বামী.. স্বামী ব্যাচেলর যুবক.. এভাবে কখন যেন স্কুলের মাঠে বন্ধুদের সামনে দাঁড়ানো সেই বাবুবেলায় ফিরে যায়!

সেখানে একজন মহিলা শিহাবের সামনে। মুখোমুখী একই ভূবনে একমাত্র সংগী এমন দুজন মানব-মানবী।

নিজের মনে ভাবনার ভ্রান্তিবিলাসে ডুবে থাকে ষাটোর্ধ একজন শিহাব। একজন বাবা তার বাবুবেলায় ফিরে গিয়ে, নিজের সাথে কথা বলে। যে মহিলাটির সামনে দাঁড়ানো শিহাব, তিনি- সেই মহিলাটি শিহাবের মা ছিলেন!

( আগামী পর্বে সমাপ্য)

★ মামুনের ছোটগল্প

বিষয়: সাহিত্য

৯৩৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368357
০৮ মে ২০১৬ রাত ০২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো চলুক
০৮ মে ২০১৬ সকাল ১১:৩৯
305735
মামুন লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ সবুজ ভাই।
অনেক ভালো রাখুন আল্লাহ আপনাকে।
368362
০৮ মে ২০১৬ সকাল ০৫:০৭
শেখের পোলা লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ
০৮ মে ২০১৬ সকাল ১১:৪০
305736
মামুন লিখেছেন : ভালো লাগার সুন্দর অনুভূতি রেখে গেলেন, শুভেচ্ছা গ্রহন করুন।
368366
০৮ মে ২০১৬ সকাল ০৬:২৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মন ছুঁয়ে গেলো,
তবে চলুক,,,
০৮ মে ২০১৬ সকাল ১১:৪১
305737
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
368375
০৮ মে ২০১৬ সকাল ১০:৪১
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ মে ২০১৬ সকাল ১১:৪২
305738
মামুন লিখেছেন : আপনার ভালো লাগার অবুভব জেনে খুশী হলাম ভাই।
ভালো থাকুন আপনি
০৮ মে ২০১৬ সকাল ১১:৪৮
305740
দ্য স্লেভ লিখেছেন : আপনিও ভালো থাকুন,দোয়া রইলো
০৮ মে ২০১৬ দুপুর ০১:৩৭
305742
মামুন লিখেছেন : জাজাকাল্লাহু খাইর।
368414
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৪৯
ধ্রুব নীল লিখেছেন : খুবি ভাল লাগল। শব্দের ব্যাবহার আলাদাভাবে প্রশংসার যোগ্য। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকব।
০৮ মে ২০১৬ রাত ০৮:২৩
305789
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
ইতোমধ্যে পরের পর্ব পোষ্ট হয়েছে।
সুন্দর অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা গ্রহন করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File